FORGOT YOUR DETAILS?

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বে-মেয়াদি ‘ব্লু-ওয়েলথ ফাস্ট ব্যালেন্স ফান্ড (ওপেন-ইন্ড)-এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে।

বুধবার (৮ জুন) বিএসইসির ৮২৬তম কমিশন সভায় কোম্পানিটির এ সিদ্ধান্ত দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ‘ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড ২.৫০ কোটি টাকা প্রদান করেছে (ফান্ডের প্রাথমিক আকারের ১০ শতাংশ) এবং বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীগণের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০.০০(দশ) টাকা। উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো ‘ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড’।

ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে ‘সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ‘ব্র্যাক ব্যাংক লিমিটেড।

ব্লু-ওয়েল্থ অ্যাসেটস লিমিটেড তাদের প্রথম মিউচ্যুয়াল ফান্ড (ব্লু-ওয়েলথ ফার্স্ট ব্যালান্সড ফান্ড) বাজারে ছাড়তে যাচ্ছে। ব্লু-ওয়েলথ ফার্স্ট ব্যালান্সড ফান্ড নামের এই ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা।

ব্লু-ওয়েল্থ অ্যাসেটস লিমিটেড ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করবে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন কাজী মাহমুদ সাত্তার। যিনি প্রায় ৪০ বছর ধরে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন।

এ লক্ষে মঙ্গলবার (১৯শে এপ্রিল) ব্লু-ওয়েল্থ ফার্স্ট ব্যালেন্সড ফান্ডের ট্রাষ্ট ডীড চুক্তি সম্পাদিত হয়েছে। চুক্তিটি ব্লু-ওয়েল্থ অ্যাসেটস লিমিটেড এবং সন্ধানী জীবন বিমা কোম্পানি লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত হয়। সন্ধানী জীবন বিমা কোম্পানি লিমিটেড উক্ত ফান্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে।

ব্লু -ওয়েল্থ অ্যাসেটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, এবং সন্ধানী জীবন বিমা কোম্পানি লিমিটেডের কোম্পানি সেক্রেটারি, মোঃ মিজানুর রহমান তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

এ সময় সন্ধানী জীবন বিমা কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহি কর্মকর্তা নিমাই কুমার সাহা, ব্লু -ওয়েল্থ অ্যাসেটস লিমিটেডের হেড অফ ফিক্সড ইনকাম ও ইকুইটি, ফরহাদ আহমেদ এবং দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড নতুন বে-মেয়াদী (Open-end) মিউচুয়াল ফান্ড আনবে। ফান্ডের নাম- ‘ব্লু-ওয়েলথ ফাস্ট ব্যালেন্সড ফান্ড’।

আলোচিত ফান্ডের জন্য কোম্পানিটিকে কাস্টোডিয়াল সেবা দেবে দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক লিমিটেড। এ লক্ষ্যে সম্প্রতি ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেডের মধ্যে একটি কাস্টোডিয়াল সার্ভিস চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রাজধানী ঢাকায় ব্র্যাক ব্যাংক-এর প্রধান কার্যালয়ে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোঃ তাজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর ট্রানজেকশন ব্যাংকিং টিমের সিনিয়র ম্যানেজার খান মোহাস্মদ ফয়সল, অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার মোঃ আজমুল হাসান জাহিদ এবং ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেডের চিফ কমপ্লায়েন্স অফিসার সোহেল হক ও অপারেশনস অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট ম্যানেজার মুবাশ্বির আহমেদ।

ABOUT US

Blue-Wealth Assets Limited is an asset management company licensed by Bangladesh Securities and Exchange Commission and offers a broad selection of investments, advice, retirement services, and insights to individual investors, institutions, and financial professionals.

CONTACT US

SUBSCRIBE TO NEWSLETTER

Blue-Wealth Assets Limited © 2022 All rights reserved.

TOP
Open chat
1
Scan the code
Hello 👋
Can we help you?